সোমবার, নভেম্বর ০৬, ২০২৩

৫৬। শান্তিদূত-যমদূত



আমি,তুমি, ইনি, তিনি, সবি, মিলি এ সমাজ, আরবার,
আমার আমিতে মজেছি, এ কী! খবর রেখেছি কবে কা'র?
কত বসে, পলে পলে, কত দিন করেছি পার,
কী হলো আহ! বদ্ধ দোয়ার! মাজলুমের করাঘাত!
ঘরের ভিতরে, বিভোর স্বপ্নে, শেষ হবে কি মরন-ঘুম ?
শ্রান্ত, ক্লান্ত,হত, ক্ষত, দেখ, সৃষ্টির সেরা মাখলুক।
ত্রাহিত্রাহি মানবতা, দয়া, মায়া,সমবেদনা, বিশ্বের-বিস্ময়!
কে দিবে দিশে দিকে দিকে সবে, মানবতা উদ্ধারে, সময়ের প্রয়োজন।
যুগে যুগে মানবতা, ধর্ম, তন্ত্র, মন্ত্র, দরদী, সেবা-সুশ্রুষা,
জাতি-পুঞ্জ, জাতি সংঘ, উল্টা-পাল্টা, দালালী চালের খেলা।
শান্তির কথা বলে, শান্তির সাথে চলে স্বার্থের কষাকষি,
স্বার্থ হাসিলে হাত মেলাতে দারুণ-নিদারুণ কৌশলী।
যমদূত সাজে শান্তির দূত (!), করে যায় শত চুক্তি,
কোটি কোটি টাকার অস্ত্র-চালান, ভিত গড়ে অশান্তি।
আসার গতিতে দেখিবে! সবে, এক নিমিষেই রণ হবে শেষ,
সুরাহার কথা বলে, ভিড়িয়া কাছে, করে সর্বনাশ দেশ-খেশ।
সমাধান সেতো, দূর, কতদূর, সুদূরপরাহত,
এক দলে মিলে, পক্ষ সাজে, করে কৌশল কত!
"মামার জয়", বুলিতে, স্বার্থান্ধ, স্বার্থপর, ধুলো দেয় বিশ্ব-চোখে,
বছরে বছরে কত দেশ পুঁড়ে, ছারখার করে, মিথ্যা অজুহাতে।
নিরাপত্তা, শত্রু দমন, উন্নয়ন, উন্নতি,
করিতে শক্তিশালী,
দেশে দেশে পাকা করে ফেলে এঁটে স্বার্থের ব্যবসায়ী।
সাহায্য-সহযোগিতা! চলে কষাইয়ের কষাকষি,
শত সহস্র, অযুত-নিযুত, শর্তের ছড়াছড়ি।
স্রষ্টা না সৃষ্টি, কারো কাছে নেই, দায়-বদ্ধতা, ওরা স্বেচ্ছাচারী,
ক্ষমতার পথে চলে, দোহাই জনগনের, জনগন সব, সবি।
ক্ষমতা করতলে, যায় যাবে যায় সব ভূলে,
বঞ্চিত, মাজলুম,তা'রে পূজে, নাই পথ খোলা নাই প্রতিবাদে।

------ আরিফ ইবনে শামছ্
১২/০৯/২০১৭ ঈসায়ী সাল।
রাত: ১২:৩০ মিনিট।
All reactions:
Samso Doha
Like
Comment
Share

৫৫। টেকসই মানবতা




হীনমণ্য, দশা-দৈন্য, নির্জীব, নির্বিকার,
কী হল সিংহ, শার্দুল, ধ্বজাধারী আরবার।
তোমরা জাগিলে বিশ্ব জাগিবে, আছে মানবের উচ্ছ্বাস,
ঐ দেখ ঐ বিরান রণে পৈষাচিক উল্লাস!
কখনো জংগী, খুনী, ভ্রষ্ট, দালাল ভিনদেশী,
নানা তকমা জুড়িয়া দিবে থামাতে ঝঞ্ঝা গতি।
কী হবে তোর ত্রাণের বহর, সব মারিয়া সাফ!
ভূমিকা, আর প্রস্তুতি নিতে, করিতে নিন্দা পাঠ!
সময় ক্ষেপণে নরকের দ্বার খুলিছে জালিম বাদশাহী!
পাষাণ-পাষন্ড, কাপুরুষ -নির্মম, হিংস্র পশুর কারসাজী ।
কি হলো তোর, খোল আঁখি খোল, খোল জিহাদের দোর,
ভাংগিয়া অলস-অবস, নির্জীব প্রাণে, গতি সঞ্চারী হোক।
আঘাত হানিয়া, ধ্বংস-বিধ্বংস, পাষাণের জীবন ইতি,
একে একে সব জালিমের কবর রচিয়া যাব আজি।
এক হাতে ধর নাংগা শমশের, অন্য হাতে রণতুর্য,
তাকবীর তোল, বজ্র নিনাদে, বীর মহাবীর রণসূর্য।
উড়াও নিশান কালেমা খচিত, ছুটাও রণ অশ্ব,
জয় পরাজয় আল্লাহর হাতে, যুঝিব শহীদ ত্বক।
হে মানব! কী হল আজ, কোথা তোর মানবতার ধ্বনি-প্রতিধ্বনি?
ঐ দেখ্ , ভেসে চলে কত, নাফের জলে মানবতার জলাঞ্জলি!
বাণে বাণে মৃত্যুপুরী, তুলিয়া ধর দিকে দিকে,ভালে ভালে,
জালিমের পরিণতি কি হয়, হবে জানাও হারে হারে।
রে বদমাশ, পাষন্ড, বর্বর, হীন সব পামর-চামর!
শেষ হবে তোর লম্ফ-জম্ফ, ঘিরিছে অরিন্দম।
ওরা কারা? ধর্ম, সম্পদ, জিহাদ, শহীদ, নিয়ে খেলে, জুয়া খেলা!
কভু আই.এস, তালেবান, হিজবুল্লাহ, ইসরাইল, আমেরিকা,
সাজাও নতুন বিশ্ব, নতুন করে, টেকসই মানবতা।
যে জিহাদ মানবতা, সত্য ন্যায়, ইনসান, ইহসানের ধ্বজাধারী,
মাজলুম, শোষিত, বঞ্চিতের অধিকার চির প্রতিষ্ঠিত অবশ্যম্ভাবী,
জালিমেরে খন্ড-বিখন্ড, মিসমার, ধূলী-ধূসর করি দিকভ্রান্ত,
রেজামন্দী স্রষ্টা-আল্লাহর, চির বিদ্রোহী-বিপ্লবীর মহালক্ষ্য।

--- আরিফ ইবনে শামছ্
১০/০৯/২০১৭ ঈসায়ী সাল।
সকাল: ০৭:০০ টা

চ্যানেল আই আজকের সংবাদপত্র || 06 November, 2023 || Channel i Ajker Sangbadpatra

 চ্যানেল আই আজকের সংবাদপত্র || 06 November, 2023 || Channel i Ajker Sangbadpatra




শনিবার, নভেম্বর ০৪, ২০২৩

চলমান গাজা , ফিলাস্তিন ও হামাস নিয়ে জুম'আ খুৎবা - শায়খ মুসলিহ আলওয়ানি, সৌদি ( বাংলা অনুবাদ সহ)

 চলমান গাজা , ফিলাস্তিন ও হামাস নিয়ে জুম'আ খুৎবা - শায়খ মুসলিহ আলওয়ানি, সৌদি ( বাংলা অনুবাদ সহ)





Jamil Shiraji


facebook.com/jamil.shiraji


কিছু রাত আছে



 










জন্মভুমি । দেশত্ববোদক গান । paradise tune present

মন মাতানো, 
প্রাণ জুড়ানো,
গান শোনো,

ক্লান্তি দূরে,
শ্রান্তি পাবে,
শান্তি পাবে জানো। 

--আরিফ শামছ্




জন্মভুমি । দেশত্ববোদক গান । paradise tune present


shorts/3dQiz_CwZC0?si=jQOxysXCT5rY7Q-K












আস্সালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আমাদের এবারের অনবধ্য একটি আয়োজন দেশত্ববোদক গান শিরোনাম: জন্মভুমি কথা ও সুর: মতিউর রহমান খালেদ শিল্পী: সাফা, সানিমা,আরুয়া,আরিসা,আতকিয়া,আলাইনা,আমিরা,আরিয়া,মাহিরা,সানিমা,শার্মিলা,মাহা,মার্যুকা,মাহির, আরফাত,সাদাব, ব্যবস্হাপনায়: মাওলানা আব্দুর রহিম বশরী পরিচালনায়: শিল্পী তারেক আজিজ রেকর্ড লেভেল: সুরেলা স্টুডিও ভিডিও ম্যাকিং: নজরুল মাহের ড্রোনঃ মাসুম সাউন্ড ডিজাইনিং : উসমান রাহি পোস্টার ম্যাকিং: মোহাম্মদ সাইফ


সোমবার, অক্টোবর ৩০, ২০২৩

৫৪। বিপ্লবী (১)



আমি যোদ্ধা, আমি বুদ্ধা, নহে বৃদ্ধা,
আগুনের কুন্ডলী, পুঁড়ে ছারখার করি,
জালিমের ভূত-ভবিষ্যত।
আমি সৈনিক, সেনাপতি,
মহাসেনাপতি, সিপাহসালার।
খলীফা আবু বকর (রাঃ), ওমর (রাঃ),
উসমান (রাঃ), আলী (রাঃ),
আল্লাহর সিংহ, ইমাম হাসান (রাঃ);
হোসাইন (রাঃ), ফিরিয়া আবার।
আমি, আমীর হামজা (রাঃ), খালিদ
বিন ওয়ালিদ (রাঃ),সালমান,
তারিক,মুসা, ইখতিয়ারের
জয়োন্মত্ত অশ্বারোহী ।
সালাহউদ্দীন, বীর মহাবীর,
কুতুবুদ্দীন, ঈশা খাঁন, মানসিংহ ।
করিনাক ভয়, মানিনা ভেদ-বিভেদ,
করিনা সময় অলস ক্ষেপণ।
আমি ক্ষেপা সিংহ, রাজাদের রাজা,
ক্ষীপ্র-তীব্র বেগে, নির্বাসনে,
নির্যাতীতের শেষ অবলম্বন।
আমি ঘাতক, খাদক, অমানব,নির্যাতকের,
বাকরুদ্ধ, অবরোদ্ধ।
আমি অস্থির, আমি চঞ্চল,
কলকলে মহাকাল,
আমি দুর্গত,দুর্গম, দুর্মদ, দুর্মর।
বিশ্ব জালিমের মৃত্যুর শেষবাণ,
বাতিলের খন্ডিত গর্দান।
জালিমের টুটি চেঁপে ধরি ভাই,
এক লহমাই,শূণ্যে উড়ায়।
পবনবেগে হর্ষমনে, মৃত্যুকূপে,
সহাস্যে দাঁড়িয়ে, অবিরাম বিদ্রোহী,
বিপ্লবী গান গায়।
আমি ত্রাস, সন্ত্রাস, ভয়াল সন্ত্রাসী,
আমি মানব, মানবতা, ধর্ম, সদাচার,
আমার বর্ম, দৃঢ় প্রত্যয়ী।
মরুভাস্কর, আমি বেদুঈন, চেঙ্গিস,
খালাকু খাঁন, বাংলার তিতুমীর।
আমি কুখ্যাত, সুখ্যাত, বিখ্যাত,
জালিমের বক্ষ করি চির-বিদীর্ণ।
ধর্মের নামে অধর্মের খেলা
খেলে যে বদজ্জন,
ত্যাগিব শমশের তার ধর 'পর নিদারুণ, মর্মদ!
আমি ঘূর্ণন, সাইক্লোন, ভয়াল টর্ণেডো,সিডর, বিহ্বল,
আয়লা,নার্গিস,নামে বেনামে
আগমন,তিরোধান,উত্তরণ।
তালে বেতালে, কালে অকালে,
ইতিহাসের নির্মম স্বাক্ষর।
অধর্ম,অকর্ম, কুকর্ম, জুলুম, আর
জালিম, এক ফুৎকারী করি নিশ্চিহ্ন।
আর্তনাদ, হাহাকার, সিংহনাদ,
তর্জনগর্জন, তসনস করি
জালিমের মসনদ।
আমি দশ দিক, করি দিক বিদিক,
আমি দশানন, জুলমাত ছোঁড়ে, আনিব আলোর প্লাবন, মহাপ্লাবণ।
লয়, ধ্বংস, মহাপ্রলয়ের বীণ হাতে
সকল অত্যাচার, করি পদপিষ্ট ।
আমি হিমালয়, মানবতা, ধর্ম,
চরিত্রকে তুলিয়া ধরিব ঊর্ধ।
পাশবিক জরাজীর্ণ,
যারা আকন্ঠ নিমজ্জন,
সমূলে করিব উৎপাটন।
আমি শাহজালাল, শাহপরান,
বায়েজীদ বোস্তামী, খান জাহান (রাহঃ)।

--- আরিফুল ইসলাম ভূঁইয়া
২০/০৩/২০১৮ ঈসায়ী সাল।
ফখরে বাঙ্গাল নিবাস,
ভূঁইয়া বাড়ী, বাড়ী# ১২৩৪,
ওয়ার্ড# ১২, গ্রাম: ভাদুঘর,
পোষ্ট: ভাদুঘর-৩৪০০।
থানা:সদর, জিলা: বি.বাড়ীয়া।
All reactions:
Ariful Islam Bhuiyan

৫৩। কে তুমি?



কে তুমি? খেয়ালে, দেয়ালে গা এলিয়ে অলস হয়ে রয়লি পড়ে,
জাতির জাহাজ ডুবলো দেখ, নাইরে সময় তোর হাতে।
কোথা হতে এলি, আর কোথা যাবি বল চোক্ষে দেখি অগ্নিগিরি,
আসমানে ভাসমান খেয়া তোর ধায় লক্ষ্য দিতে পারি।
অশনি-বসনে, রুদ্র নজরে, ভয়াল প্রলয়ংকর!
তান্ডবলীলা বেলা অবেলা, ধ্বংস করিতে চল্।
সাগরে মহাসাগরে উঠিছে কবে কেমনে ভয়াল ঝড়!
আকাশ পাতাল সংগী দরিয়া, পাষাণ বর্বর বধ কর্!
আকারে সাকারে একজোট সব হিংস্র পশুর দল,
দিল ভাঙ্গা মৃত্যু নিয়ে নাচে নিত্য জানোয়ার সব!
কচি খোকা আর কিশোরীর নিষ্পাপ অপলক চাহনী,
সদা-নিত্য খুঁজে ফিরে চায়, মুক্তির নির্ভয় বাণী।
পাষাণের খঞ্জর, পাষন্ড বিঁধে, নিরীহ নর-নারীর বক্ষোপর;
স্তব্ধ - নির্বাক সার্বিক অপমৃত্যু, তবু মুক্তির গান ধর্,
দশ দিক হতে মহালয় লয়ে, করতালি মেরে ধ্বংস কর্।
মহাশক্তি, মহাভক্তি, সারা বিশ্বের নৃপতি,
অমোঘ বিধানে, নিগুঢ় শাসনে, দিবে মরমর শাস্তি।
তবকে তবকে তোলপাড় করি,
ভূমি-পর্বত তুলিয়া ধর্,
রক্ত খেকো, পিচাশ, চন্ডাল,
সব পামর, পিষে পিষে মর্।

-------- আরিফ ইবনে শামছ্
০৭/০৯/২০১৭ ঈসায়ী সাল।
রাত ০১:৩০ মিনিট।
ফখরে বাঙ্গাল নিবাস,
ভূঁইয়া বাড়ী, বাড়ী# ১২৩৪,
ওয়ার্ড# ১২, গ্রাম: ভাদুঘর,
পোষ্ট: ভাদুঘর-৩৪০০।
থানা:সদর, জিলা: বি.বাড়ীয়া।

৫২। কোথায় জাতির কান্ডারী?



পান্থশালায় পথিক কেন?
পথ বাকি তোর আর কত?
পথের পরে পথ চলিবে,
সফল- বিফল, পথ রে শত।
ক্ষান্ত কেন পান্থ আজি,
মলিন বসন আঁকড়ে ধরে,
পানশালাতে নেশার ঘোরে,
পাবি কোথায় পথ খুঁজে!
ডাকছে তোরে, হাঁকছে জোরে
কোথায় জাতির কান্ডারী?
বেহাল হয়ে, মাতাল হয়ে,
কোন তিমিরে পথ হারালি!
লাখে লাখে মারছে মানুষ,
পাষন্ড আর বর্বরে,
তাকিয়ে আছে, তোর পানে যে,
আছিস কিসে মত্তরে!
ঘর হারিয়ে, সব হারিয়ে,
প্রাণটি লয়ে কোনমতে,
বাঁচার আশায় পথ মাড়িয়ে,
স্বাপদ-সংকুল বন পেড়িয়ে;
খোলা মাঠের দূর্বাঘাসে,
থামছে বাঁচার ত্রিপালে,
আশার নয়ন, সব প্রয়োজন,
খোঁজছে তোমায় চিত্তরে।
পথ দেখাবি, পথের খোঁজে,
থাকবি সদা অগ্রণী,
পথ চলাতে, সাহস পাবে,
সকল জনা তোর সাথী।
দেখবে স্বপন, বাঁচার তরে,
স্বাধীণ বেশে নিজদেশে,
আর কতকাল রয়বে বসে,
তোর আশাতে পথ চেয়ে!
চিত্তনাশা ঘোরের নেশা,
ওঠরে জেগে সব ছাড়িয়ে,
হৃদ-কাঁপানো, মরন বীণার,
বিষের সুর আর ঝংকারে।
এফোড়-ওফোড় দে করে দে,
পশুর-অশুর যত্তোরে,
স্বাধীণতার স্বাদ সাথে সার ,
বাঁধে যেন চিত্তরে।



আরিফ ইবনে শামছ্
সন্ধ্যা ০৬:৩০ মিনিট।
০৬/০৯/২০১৭ ঈসায়ী সাল।
ফখরে বাঙ্গাল নিবাস,
ভূঁইয়া বাড়ী, বাড়ী# ১২৩৪,
ওয়ার্ড# ১২, গ্রাম: ভাদুঘর,
পোষ্ট: ভাদুঘর-৩৪০০।

থানা:সদর, জিলা: বি.বাড়ীয়া। 

৫১। বিদ্রোহী তুমি, বিপ্লবী!


("বিজয়ের উল্লাস" যৌথ কাব্যগ্রন্থে প্রকাশিত।)
দ্রোহানলের আগ্নেয়গিরি, বিদ্রোহী তুমি, বিপ্লবী!
বিষের বাঁশি, কে বাজাবি, আইরে ভীষণ ভৈরবী।
একূল ওকূল ভাঙ্গরে দুকূল, নে ভাসিয়ে জালিমরে,
মাথার 'পরে আছড়ে মারিস, পাহাড় সম ঊর্মিরে।
নটরাজের পবন-ভবন, আয়রে ছুটে তড়িৎ বেগে,
দস্যিরাজের দস্যিপনায়, লাগাম টানো বিশ্বরে।
আয়-গতিবেগ, আয়রে ধেয়ে, ধমকে- চমকে ভেঙ্গে যারে,
রক্তচোষা, জন্তু -প্রাণী, মানব-দানব সংহারে।
ঈষাণ কোণে, উড়াও নিশান, কালো মেঘের গর্জরে,
চিতার অনল ধরিয়ে দিবি, দস্যুদেরই অন্তরে।
বিনামেঘের বজ্রবাণে, সাঙ্গ কর জীবনরে,
নৈঋতেরই প্রান্ত কোণে, ভীষণ, পাষাণ, বৌদ্ধরে।
আয় অবিরাম, ঘূর্ণিবায়ূ, সাথী করে ঝড়-টর্নেডো,
কম্পে কম্পে ভূমিকম্পে, আগ্নেয়গিরির ঐ জ্বালামুখ,
যা ছুটে যা মানবতা, বন্দী যেথা প্রকোষ্ঠে,
মানুষরূপী সবজানোয়ার, রক্ত -মাংস ভক্ষণে।
ফেলরে মুছে সব নিশানা, সবকটিরে ধররে,
মরণ জ্বালা, বিষের জ্বালা, জ্বালিয়ে দিবি অন্তরে।
তিলে তিলে দে বুঝিয়ে, অত্যাচারীর পরিণতি,
জালিম, জুলুম, জুলমাতের সব, মৃত্যুবাণে দিবি।
উড়াও পাহাড়, ঝঞ্ঝা বায়ু, ধ্বংস-নাশী সংহর্ত্রী,
জ্বালাও, পোঁড়াও, অমানুষী পাপের তাপের রাজ্যটি।
চালাও প্রবল ধ্বংসলীলা, আকাশ-বাতাস বৈপ্লবী,
পৈশাচিকের দম্ভ-হম্ভ, দে গুঁড়িয়ে বিপ্লবী!


----- আরিফ ইবনে শামছ্
০৬/০৯/২০১৭ ঈসায়ী সাল।
ফখরে বাঙ্গাল নিবাস,
বাড়ী# ১২৩৪, ওয়ার্ড# ১২,
ভাদুঘর, সদর, বি.বাড়ীয়া-৩৪০০।
০৬/০৯/২০১৭ ঈসায়ী সাল।
All reactions:
Kamal Hossain and 1 other

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

তুমি আসবে বলে -কবিতার কাব্যিক,ছান্দসিক, মাত্রা, সাহিত্যিক, রসাস্বাদন ও আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, প্রেক্ষাপট,মানব জীবনে তাৎপর্য ও গুরুত্বের বিশ্লেষণ ও ব্যাখ্যা দাও।

তুমি আসবে বলে ----- আরিফুল ইসলাম ভূঁইয়া। আমার আকাশে নেই মেঘের আনাগোনা, নেই বিদ্যুৎ চমকানোর ঘনঘটা, সুস্পষ্ট নীল আসমান নির্বাক...