রবিবার, অক্টোবর ২৯, ২০২৩

০৭। ভালবেসে কাছে যেতে

ভালবেসে আল্লাহ পাঠাল দুনিয়ায়,
ভালবেসে আরো কাছে যেতে,
দীদার লাভে ধন্য জীবন; লভিতে দু'জাহানে।
যুগে যুগে নবী রাসূল পাঠালেন সকল বান্দার লাগি,
কত ভালবাসার প্রিয় বান্দারা! এই পথ হারাল বুঝি!!!
ভূল করে করে জানা-অজানা, দুঃখের পথে হেঁটে চলে!
বন্ধুর কোথা, বিপদসংকুল পথ কেউকি
জেনেছে আগে,
তবু পথ চলে, মোহগ্রস্থের ন্যায় সসীম-অসীম পথে।
দরদমাখা দৃষ্টি যে থাকে, প্রিয় বান্দার 'পরে।
দেহ মন আর সমাজ পরিবার, নিয়ে সব একসাথে,
কেমন করিয়া স্বর্গ সুখের শান্তি সমেত
বাঁচিয়া রবে।
নিয়ম নীতি, স্বাধীন পরাধীন, রাজা প্রজা সব আছে,
রাজার রাজা মহারাজা সব দেখেন
তাহা কাছ থেকে।
কে ন্যায় আর অন্যায় করিল দিয়ে দেখে সব বল,
ধৈর্য্য কাহারা ধরিল, কঠিন বিপদ- আপদে শত।
কেবা হাজিরা দিল নিয়মিত খোদার ঘর মসজিদে,
হালাল খেয়ে কজনইবা চলছে, সদা হালাল পথে।
এলেম নিয়ে হেলেমের জোড়ে কারা করে পুকুরচুরি,
লেবাস ধরে কারা করে, স্রষ্টার সাথে জুয়াচুরি।
এমন কিছু বলনাযে, করতে যাহা পারনাযে,
বড়ই ঘৃণার কাছে আল্লাহর,মিল না থাকে কথা কাজে।
পরোপকারী স্বার্থহীন যেন, সদা থাকি মানবের পাশে,
দয়ালু মনে সদাচার সহ হৃষ্টচিত্তে সবার আশে।
খালি হাতে কেউ ফিরেনা কভু তোমার বান্দা হতে,
শক্তি দাও, সাহস যোগাও, হায়াত শেষের আগে।

-----আরিফ ইবনে শামছ
ফখরে বাঙ্গাল নিবাস,
বাড়ী# ১২৩৪, ওয়ার্ড# ১২,
ভাদুঘর, সদর, বি.বাড়ীয়া-৩৪০০।

০৬। ক'ফোঁটা রক্ত


তোমরা আছো বলে বেঁচে আছে
দেশ সমাজ,
বয়সে ছোট হতে পার, তবে করে যাও
বড় বড় কাজ।
রক্তের বাঁধনে লহ বাঁধিয়া, জাননা কেবা আপন পর!
শুধু জান রক্ত লাগবে, রক্ত চায়,
কে আছো? কোন জন?
হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে, মৃত্যুর প্রতীক্ষায়,
প্রহর গুনে মরি মরি, সকাল সন্ধ্যা কত বেলা যায়,
কেউ নাই কারো, আবার আছে অনেক আত্মীয় কারো,
রক্ত দেবে ভাই! রক্ত লাগবে; বাঁচাতে প্রাণ তা'রো।
মন মানসে, দেহ মননে তৈরি থেকো ভাই,
ক'ফোঁটা রক্তে তোমার যদি, বাঁচে কোন বোন ভাই।
তোমার রক্তে নবজাতক কোন ফিরে পায় পৃথ্বী পথ,
মা সকল পৃথিবীর যদি দেখে বাঁচার স্বপ্ন সব।
রক্ত যাদের নেশা পেশা; রক্ত করে নাক পান!
রক্তের তরে নিদ নাই তার, এই বুঝি যায় কারো প্রাণ!
রক্ত দানে দিবা নিশি ছুটে, চেনা অচেনা কত পথ!
রক্তের যোগান দিতে হবে ভাই, এই আমাদের পণ।
ফখরে বাঙ্গাল নিবাস,
বাড়ী# ১২৩৪, ওয়ার্ড# ১২,
ভাদুঘর, সদর, বি.বাড়ীয়া-৩৪০০।

আরিফ ইবনে শামছ্
All reac

০৫। জীবন যেখানে যেমন



প্রেম ও প্রীতি আসল দিঠি,
প্রেমিক হৃদয় কোথায় খুঁজি?
কোথায় পাবগো প্রেমের হিয়া?
কহিব কথা পরাণ ভরিয়া!!
এমন গোধূলী, কাঁচা সোনা রোদ,
এঁদো ডোবাজল, একলা ডাহুক,
রিমঝিম টিপটপ বিষটি কোথা,
কথাকলি সব রবে কি হেথা???
বিনিদ্র রজনী সাতকাহন কি হবে?
নিশির নিশা পেড়িয়ে ভোর যে কবে?
দখিনা মলয় তপ্তদেহে বারিসিঞ্চনে;
আসবে কবে বারিরাশি সঙ্গে করে।
চায়লে কি গো ফুল ফুটিবে অরুণ প্রাতে,
গুড়িগুড়ি বৃষ্টি হবে, খুশির ঝিলিক তাতে।
ডাকবে কোকিল বিজন বনে, একলা পথে,
ভাবের পথে হাঁটবে তুমি, উদাস মনে।

----------- আরিফ ইবনে শামছ্
২০.০৭.২০১৭ ঈসায়ী সাল
ফখরে বাঙ্গাল নিবাস,
বাড়ী# ১২৩৪, ওয়ার্ড# ১২,
ভাদুঘর, বি.বাড়ীয়া-৩৪০০।

০৪। চিকনগুনিয়া



নাম ঠিকানা ভূলিয়ে দিবে,
চিকনগুনিয়া।
ডানে হাঁটার ইচ্ছে হলেই,
হাঁটা যাবেনা।
চালক ঠিকই দেহের তুমি,
নাইযে কোন বল,
চলার পথে উদাস হলে,
দেখবে বহু বিপদ।
কেউবা বলে নাপা খাও ,
প্রচুর তরল খাবার,
কেউ বলে বা প্যারাপাইরল,
ডাবের পানি পান।
সত্যি কথা বলতে গেলে,
ভয়ে হবেন কাৎ,
মুখের রুচি, ঘুমের বিরাম,
সবি নেবে ভাই।
নাওয়া খাওয়া বিনে ক'দিন,
ঘুমে অচেতন,
ব্যাথার সাথে নিরস থাকা,
রয়না দেহে বল।
সব যোগাযোগ হালকা হবে,
বাড়বে ছুটা ছুটি।
কখনো বা হেরে গিয়ে,
শিশু কালের স্মৃতি।
যতো পারেন বেশি করে,
পানি করো পান,
দূর্বল যেন নাইবা করে,
ভাল ভাল খান।

----------------- আরিফ ইবনে শামছ্
২০/০৬/২০১৭ ঈসায়ী সাল।
ফখরে বাঙ্গাল নিবাস,
বাড়ী# ১২৩৪, ওয়ার্ড# ১২,
ভাদুঘর, বি.বাড়ীয়া-৩৪০০।

ফিলিস্তিনি বোনের অগ্নিঝরা ভাষন,,Palestinian sister's fiery speech।

হৃদয় স্পর্শী আফগানি তালেবানদের প্রতি ফিলিস্তিনি বোনের টেলিফোন কথা,, p...

বৃহস্পতিবার, অক্টোবর ১৯, ২০২৩

দৈনিক মহাবিশ্ব || Israel Palestine Conflict || ১৯ -অক্টোবর-২০২৩ ||


দৈনিক মহাবিশ্ব || Israel Palestine Conflict ||


বুধবার, অক্টোবর ১৮, ২০২৩

দৈনিক মহাবিশ্ব || Israel Palestine Conflict ||১৮ -অক্টোবর-২০২৩||

 


দৈনিক মহাবিশ্ব || Israel Palestine Conflict || ১৮-অক্টোবর-২০২৩ ||

 

দৈনিক মহাবিশ্ব || Israel Palestine Conflict || ১৭-অক্টোবর-২০২৩ ||

 


গাজায় স্মরণকালের সবচেয়ে বড় হামলা; মুসলিম বিশ্বে নিন্দার ঝড় | Isarel attack | Gaza | Jamuna TV

মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩

দৈনিক মহাবিশ্ব || Israel Palestine Conflict || ১০-অক্টোবর-২০২৩ ||

 

দৈনিক মহাবিশ্ব || Israel Palestine Conflict || ১০-অক্টোবর-২০২৩ ||



 

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

তুমি আসবে বলে -কবিতার কাব্যিক,ছান্দসিক, মাত্রা, সাহিত্যিক, রসাস্বাদন ও আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, প্রেক্ষাপট,মানব জীবনে তাৎপর্য ও গুরুত্বের বিশ্লেষণ ও ব্যাখ্যা দাও।

তুমি আসবে বলে ----- আরিফুল ইসলাম ভূঁইয়া। আমার আকাশে নেই মেঘের আনাগোনা, নেই বিদ্যুৎ চমকানোর ঘনঘটা, সুস্পষ্ট নীল আসমান নির্বাক হয়ে, দিবা-...