বুধবার, ডিসেম্বর ০৪, ২০১৯

কলম

৬০। 

কলম সেতো নয়তো শুধু, একটু ভেবে দেখো,
গল্প, কল্প, কবিতা, চিত্র, নাটক, ছড়া, উপন্যাস যতো;
এই কলমে লিখছে লেখা, বলছে কথা,জ্ঞানী-গুণী কতো।
পথ দেখাবে, জীবন জুড়ে, পথের দিশা শতো।
সৃষ্টি কলম, স্রষ্টা সনে, আরজি জানায় লিখবে কী;
লিখতে থাক ভাগ্য হতে যতো জ্ঞান আছে সবি।
বলতে পারো কলম কোন এটম কিংবা আনবিক,
ধ্বংস নিয়ে আসবে কখন, বুঝবেনা কেউ দিক-বিদিক।
কলম তুমি ন্যায়ের কথা, মাজলুমের মুখপাত্র,
তোর ঈশারায় ভেঙ্গে পড়ে,জালিম শাহীর তখত সকল।
দিকে দিকে, যুগে যুগে বলছো সবি,ভয় ঝেরে,
তোমার ভয়ে ধরতো কাঁপন,সব প্রকাশের ভয়ে।
তোমার খোঁচায় ফাঁসির কাষ্ঠ,পড়বে জালিম সদা,
হিসেব নিকেশ পাবে বুঝে,পুরাই ষোল আনা।
সত্য ন্যায়ের অগ্র সেনা আসছে তেড়ে, খবর পেয়ে,
সব জুলুমের হিসাব কষে, করবে আদায় পাওনারে।

আরিফ ইবনে শামছ্
২৪/০৯/২০১৭ ঈসায়ী সাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Heartfelt Thanks for your valuable comments.

ভালবাসি দিবা-নিশি _সূচীপত্র

ফেইসবুক কমেন্ট ও জবাব

শিক্ষকরা যখন ছাত্রীদেরকে অনৈতিক ও কুপ্রস্তাব দেয় তখন শিক্ষকদের সম্মানের কথা কি শিক্ষকদের স্মরণে থাকে না? উত্তর: Monirul Islam Bhuiyan চাচা ...