পোস্টগুলি

বিপ্লবী - আরিফ শামছ্

ছবি
" বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিবার (বাসাসপ)" এর নিয়মিত আয়োজন- ‌★ "কলমের তেজ" হলোঃ কবিঃ- আরিফ শামছ্ কবিতাঃ- বিপ্লবী   বিপ্লবী আরিফ শামছ্ আমি বিপ্লবী, বিদ্রোহী! ভীরু-কাপুরুষ নহে কোন, যুদ্ধং দেহ-মনে, ফিরিয়া আনিব, চিরশান্তি অবনীর। যুগ-যুগান্তে, দেশ-দেশান্তে, জাতি, উপজাতি, গোষ্ঠী জ্ঞাতে, শান্তির মহাবীর। আমার আমিতে, বিশ্ববাসী, অরুণ, তরুণ, যুবক, যুবতী; শান্তিকামী, সংস্কারক, চিরসংগ্রামী, স্রষ্টা ও সৃষ্টির সীমাহীন শক্তি, নুতন করিয়া গড়িয়া তুলিব, স্বাধীন, বিশ্ব-ভূমি। দু'পায়ে দলিব লোভের বাসনা, পৈশাচিক নৃত্য-তান্ডবলীলা, বাঁধা বিপত্তি, পথেঘাটে যতো; উলঙ্গ করিয়া ধরিব তুলিয়া, ভন্ড, মুনাফিক, সব জালিমেরা, স্বাধীন, স্বাধিকার হরণ করিছে কতো! বলে শান্তির বাণী, অপকৌশলে, শান্তির আঁড়ালে, জাতিতে জাতিতে মারামারি, ধ্বংস বিধ্বংস, বিবেকহীনতা, কতো নির্মম ছলচাতুরী! করি ছিন্নভিন্ন, অন্যায়, অসত্য, জুলুমের ভীত, করি সঙ্গীহীন, সত্য। মজলুমেরা সবে ভাই ও বোন, দেশ, কাল, ভেদ-বিভেদ না জানি, জানি ওরাই স্বর্গ, ওরাই মর্ত্য। সুখের রাজ্য করিয়া বিশ্ব, সেইদিন হবো শান্ত। ধর্মে ধর্মে, মানুষে মানুষে, রণ ছেড়ে হবে ক্

৭২। বিশ্বাসের হারজিত

ছবি
ভালবাসা অভিনয়, ভালবাসা ভাল নয়, ভালবাসা জীবনে ক্ষত হয়ে গেঁথে রয়। নেই কোন দন্ড, মেপে নিব অন্ত, ভালবাসে ভালবাসি, তন্ত্র-মন্ত্র। ভাল লাগে রুপ সুধা, করি পান অফুরান, স্নিগ্ধতা চাহনীর, খুন করে কাঁড়ে প্রাণ। ভাষাহারা নির্বাক, নিশ্চুপ চুপ চুপ, গোলাপী গন্ড, পাঁপড়ি ছোপ ছোপ। কাল কেশ, লাগে বেশ, উড়ছে তো উড়ছে, চাঁদমুখে বাতাসে, দোল খেয়ে খেলছে। সচেতন আঙ্গুল সযতনে সরিয়ে, মুগ্ধতা বাড়িয়ে, কাছে টানে সহজে। শিশিরে স্নাত হওয়া, ফোটা ফুল সদ্য, সোনালী কিরণে, অপরূপ পদ্ম, নিষ্পাপ নিশ্চিত, পাপ নেই কিঞ্চিৎ, ভালবাসে-ভালবাসি, বিশ্বাস- হারজিত। রচনাকালঃ --------- আরিফুল ইসলাম ভূঁইয়া। ১২/১১/২০১৭ ঈসায়ী সাল। ১৪/ডি, মধুবাগ, বড়মগবাজার, রমনা, ঢাকা। All reactions: ৪ You and ৩ others

দৈনিক মহাবিশ্ব ||২৯-ডিসেম্বর-২০২৩|| বিজ্ঞান ।।Daily Mohabiswa||29-December-2023||Science||

ছবি
বিজ্ঞান কি মেনে নিচ্ছে কোরআনের সত্যতা? | 5 Scientific Facts in Quran | BanglaVision   কোরআনের এক বিস্ময়কর নিদর্শন, যা দেখলে অবাক হবেন আপনিও | Quran and Modern Science | Channel 24 মানবদেহ, মহান আল্লাহর আল্টিমেট ইঞ্জিনিয়ারিং! Human body Ultimate engineering of Almighty Allah.

দৈনিক মহাবিশ্ব ||২৭-ডিসেম্বর-২০২৩|| Daily Mohabiswa||27-December-2023||

ছবি
আন্তর্জাতিক সময় | বিকাল ৪টা | ২৭ ডিসেম্বর ২০২৩ | Somoy TV International Bulletin 4pm | Somoy TV একনজরে বিশ্বের আলোচিত সব খবর | Jamuna I-Desk | 27 December 2023 | Jamuna TV   ‘গাজায় আমরা পরাজিত হয়েছি’ | News24 International গাজার পরিস্থিতি নাকবার চেয়েও ভয়াবহ: ফিলিস্তিনি প্রেসিডেন্ট | Independent TV ‘গা-জা মেট্রো’ খ্যাত সু-ড়ঙ্গের ভেতরটা যেমন দেখলো আ-ইডিএফ| Tunnel | Ekattor TV

Commenced underwriting all classes of general insurance business such as fire, marine, motor, burglary, engineering, and all other miscellaneous types of insurance. rated “AA (Double AA) Grade”

سيدي العزيز، إنه لمن دواعي سرورنا البالغ أن نقدم شركة كريستال للتأمين المحدودة، والتي بدأت في الاكتتاب في جميع فئات أعمال التأمين العام مثل التأمين ضد الحريق، والتأمين البحري، والتأمين على السيارات، والسطو، والتأمين الهندسي، وجميع أنواع التأمين المتنوعة الأخرى. تم تصنيفها "درجة AA (AA مزدوجة)" طاب يومك! نشكركم ونؤكد لكم تقديم أفضل الخدمات لدينا في جميع الأوقات. أطيب التحيات عارف اسلام بويان نائب الرئيس (للتطوير)، مكتب الشركة برج دي آر (الطابق 14)، 65/2/2 জনাব, আপনার দিনটি শুভ হোক! ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রবর্তন করা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়, যেটি সাধারণ বীমা ব্যবসার সমস্ত শ্রেণি যেমন ফায়ার, মেরিন, মোটর, চুরি, প্রকৌশল এবং অন্যান্য বিবিধ প্রকারের বীমার আন্ডাররাইটিং শুরু করেছে। "AA (ডাবল AA) গ্রেড" রেট করা হয়েছে আপনাকে ধন্যবাদ এবং সর্বদা আমাদের সর্বোত্তম পরিষেবার আশ্বাস। শুভেচ্ছান্তে আরিফুল ইসলাম ভূঁইয়া সহ-সভাপতি (উন্নয়ন), কর্পোরেট অফিস ডিআর টাওয়ার (14 তলা), 65/2/2, D ear Sir, Have a nice day! It is a matter of great pleasure for us to

দৈনিক মহাবিশ্ব ||২৬-ডিসেম্বর-২০২৩|| Daily Mohabiswa||26-December-2023||

ছবি
  সে না দের মধ্যে বাড়ছে অসন্তোষ | Ekattor TV জীবন বাজি রেখে আমাদের বাঁচিয়েছে তারা | Gaza | Israel vs Palestine Conflict | ATN News গাজায় মোতায়েন হবে ২০ হাজার হুথি! | News24_International তবুও কুলাচ্ছে না, ক্যারিশমা শেষ | Ekattor TV ইসরায়েলিদের হাতেই মরছে ইসরায়েলিরা! | DBC NEWS Special হা-মা-সের রকেট বৃ-ষ্টি-তে কাঁ-প-ছে ই-স-রাইল, গাজায় দিতে হচ্ছে চ-ড়া মূল্য| Rocket Fire |Ekattor TV প-শ্চিম তী-রেও জোরদার প্রতিরোধ! Palestine | Ekattor TV ৪৮ ঘণ্টায় মু জা হিদি ন ব্রিগেডের হা*ম*লায় অনেক হা না দার ই*স*রাইলি সেনা নি হ ত | Ekattor TV

১। বিপ্লবী- /আরিফুল ইসলাম।

ছবি
সাহিত্যের জাগরণ   "সাপ্তাহিক সেরা সাত" আসসালামু আলাইকুম। "সাহিত্য হোক নতুনত্বের বারিধারা- সাহিত্য হোক সৎ সভ্যতার কথা বলা।" 'সাহিত্যের জাগরণ' পরিবারের পক্ষ থেকে ঘোষণা করছি সাপ্তাহিক সেরা কবির নাম ও কবিতা। দেশ ও প্রবাসের অভিজ্ঞ বিচারক মন্ডলীর বিশেষ শাখা খুবই বিশ্লেষণ ও বিচক্ষণতার সাথে নির্বাচন করেছেন সাপ্তাহিক সেরা কবি। আমাদের সেরা কবিতা নির্বাচন করা হয় গ্রুপের নিয়মবিধি মেনে পোস্টকৃত কবিতা থেকে প্রতিদিন মানসম্মত কবিতা বাছাই করে নির্দিষ্ট কার্যালয়ে নেয়া।সেখান থেকে কবিতার মান+ বাছাই কার্যালয়ে বিচারকদের নাম্বারের যোগফল + গ্রুপে কবিতার জনপ্রিয়তা। উক্ত বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণ করা হয়। সপ্তাহে অনেক কবিতা জমা হয়ে যায়। তারপরেও, আমরা সর্বোপরি সর্বোচ্চ মানসম্মত কবিতা নির্ধারণে সর্বাত্মক চেষ্টা করেছি। "সাপ্তাহিক সেরা সাত কবি ও কবিতা" ========================= ১। বিপ্লবী- /আরিফুল ইসলাম। ২। ওহে যুবক-/ ইভা আলমাস। ৩। কবর এবং আমি- /ফারজানা ফয়েজ ফারাহা। ৪। স্বাধীনতা- /আলিফ খাঁন। ৫। গরীবের গর্জন- /অমৃত কুমার অমিত। ৬। বদলে দাও- /জাহেদুল ইসলাম জাহেদ। ৭। আমাদের পঁয়ত্র

৭১। অব্যক্ত নিঃশ্বাস

ছবি
শরতের আকাশে ভেসে চলে মেঘেরা, কোথাকার কোন ডাকে, তারা আজ থামেনা। চলছে নেচে নেচে, নীচে ঝরে পড়েনা, বুক ফাঁটা মেঠোপথ, অভিমানে চাহেনা। তারাদের আলো সব বাধা পায় নামতে, পরীরা ঘুরে ফিরে, পারে নাক নাচতে। জীবনের খেঁয়া ঘাটে, নেই কোন লোকজন, চঞ্চল মন নিয়ে, ছুটে কেউ প্রাণপন। অলীরা ঘুরেফিরে, নির্মল বাতাসে, বসেনা ফুলেতে, অজানা অভিমানে। পাখিদের ভীঁড়ে খুঁজে, চাতকী প্রিয়কে, কোকিলের গান সব, ফিরে আসে পাহাড়ে। পাহাড়ের মৌনতা, কত বড় অভিমান, পুকুরের নীরবতায়, প্রাণ করে আনচান। জীবনের পুরোটাই, থাক সুখ শান্তি, সফলতা উন্নতি আর যত প্রশান্তি। ছুটে চলা অবেলায়, বিনীত চাপা শ্বাস, প্রাণপন ছুটে চলে, আজ যেন নাভিশ্বাস। পথহারা দেউলিয়া, পায়না আশ্বাস, কোথা গেলে মুছে যাবে, অব্যক্ত নিঃশ্বাস। ---- আরিফ ইবনে শামছ্ ফখরে বাঙ্গাল নিবাস, সদর, বি.বাড়ীয়া। ২৯/০৪/২০১১ ঈসায়ী সাল। শনিবার।

৭০। কবিতা চোর

ছবি
কবিতা চোরে, নিল কেঁড়ে, সব কবিতার প্রাণটা, কপি করে, বাহবা নিতে, বাদ দিয়ে মোর নামটা! কেমন হায়া, লজ্জা ছাড়া, সাধুবেশে চুরি, সব কবি আর কাব্য প্রেমী, চল চোর ধরি। চুরি করা ভুলিয়ে দিয়ে, শাস্তি কঠিন দিব, প্রয়োজনে ব্লক করিব, রিপোর্ট লিখে দিব। সাজতে কবি, নামীদামী, দিন দুপুরে,কবিতা চুরি, ভেঙ্গে দিব হাঁটে হাঁড়ি, সকল জনে ডাকি। নামগুলি সব এঁটে দিব, খোলা তালিকায়, এক নজরে, দেখে নিয়ে, বুঝে নেবে সবাই। ---------- আরিফুল ইসলাম ভূঁইয়া ২৩/১০/২০১৭ ঈসায়ী সাল। মধুবাগ, বড়মগবাজার, রমনা, ঢাকা।

৬৯। শ্বাশ্বত আহ্বান

ছবি
বেলা বেলা করে কত বেলা যায়, ডাকিনি প্রভু কখনো তোমায়! তাই বলে তো বন্ধ রাখনি, সকল বাঁচার উপায়। ফজর পড়িনি গভীর ঘুমে, আরামে অলসে শোয়ে, সূর্য জাগিল পূর্ব গগনে, তোমার বন্দনা গেয়ে। যোহরের আজান সুমধুর সুরে, আকাশে বাতাসে ভাসে, কর্নকুহরে ধ্বনি প্রতিধ্বনি সাজে, হৃদয়ে ভীষণ বাজে। যৌবন বেলা পার করে রবি পশ্চিমে যায় হেলে, আসরের আজান পড়লো ছড়িয়ে, জামাতে শামিল হতে। জ্বলিতে জ্বলিতে অস্তাচলে, রবি বলে জনে জনে। সময়ের কাজ সময়ে করো, বেলা ফুড়ানোর আগে। দিনের আলোর পর্দা সরায়ে, নীরবে সন্ধ্যা নামে। মাগরিবের আজান মিনার হতে, চির শ্বাশ্বত আহ্বানে। পশু, পাখি, প্রাণী, ফিরছে নীড়ে, মানুষেরা সব আবাসভূমে, রক্তিমাভ ঢেউ খেলে যায়, পশ্চিম আকাশ পরে। স্তব্ধ নিঝুম ভেঙ্গে আসে এশার আজান শুনি, মনের মাঝে কত ঝড় চলে, নামাজ পড়িতে না পারি! তোমার স্তুতি করিতে আমার নেই ক্ষমতা কোন, দয়া করে যদি পথ দেখাতে, হিম্মত পেতাম শত। তোমার ক্ষমা যাচে সদা, মোর তনু আর প্রাণ, তোমার রাজী, রহম, করম, আমার অহংকার। -----------আরিফ ইবনে শামছ্ ২২.১০.২০১৭ ঈসায়ী সাল। ভোর ০৪:৩০ মিনিট, মধুবাগ, বড় মগবাজার, ঢাকা।

৬৮। ছন্দ নাবিক

ছবি
ছন্দে ছন্দে চলে আনন্দে, নাচেরে তনুমন, কীযে হরষে, কথাকলি সব, ফুল হয়ে ফোটে, মাতিবে সবাই, মিষ্টি সুবাসে। কথা বিশেষ, কবিরা কত ভেবে বলে, কখনো কলম লিখে, ছন্দে ছন্দে, কত কথা, কত সুখ-বেদনা ঝরে, কাগজের মসৃণ পরতে পরতে। কখনো উৎসাহ, স্বপ্নের নীলিমা, দিক দিগন্তে জয়ের উন্মাদনা। হতাশা সব ছোঁড়ে, ফেলে দিয়ে, স্বপ্ন তরীতে, হাল ধরে যায় বন্দরে। জলে ভরা নদী, ছল ছল ছলাৎ ছলাৎ, ডাকে পাখি, কোথাও প্রাণীর উৎপাত। পাল তুলো হে নাবিক! খুলিবে স্বর্গ দ্বার, লক্ষ্য বন্দর যত দূরে হোক, নোঙ্গর করিবার। মাস্তুল যাক ভেঙ্গে যাক, পাল ছিঁড়ে যাক ঝড়ে, শক্ত হাতে হাল ধরো আর সম্মুখে চলো জোড়ে। ঝড়ের সাথে পাল্লা দিয়ে, হার-জিতে জিত তোমারই হবে, ঘন কালো সে দীর্ঘ নিশির ভয়াল রুপের তুঁড়ি মেরে। হারিয়ে যাওয়া চাঁদ গগনে, নিকচ কালো আঁধার রাতে, সব তমসার নিরাশ বাণী, হতাশ হবে তোমার জয়ে। শত ঝঞ্ঝার পাঞ্জা খেলে মৃত্যুু দোয়ারে কড়া নেড়ে, তোমার তরী ভীড়বে তীরে, লক্ষ আশার নীড়ে। চোখ ছল ছল, হত বিহ্বল প্রণয়ীর কাঁপা কাঁপি, দূর সুদূরের ঊর্মিমালার কূলে কূলে ঝাপা ঝাপি। চলে হরদম, তরনীর গায়ে, সলাজে আছড়ে পড়া, কতদূর হতে সজোড়ে এসে, অভিমানে গলাগলি করা। -------- আরিফ ইবন

৬৭। সমাজ সাজায়

ছবি
কাঁধের উপরে এক হাত,আর অন্য হাতে সতীত্ব লুটে, প্রশ্রয় পেয়ে সবার সাথে, চলে ছলে কলে কৌশলে, লুটেরা আজ বড় বেসামাল, কেউ নাই কিছু বলিতে! রাস্তার পরে, পথের ধারে, কী না করে দিবস-রাতে! লজ্জা মরে নিয়ত দেখো, নির্লজ্জের ঘেরাজালে, কী বুঝে চলে, আর কী ভেবে করে, জীবনের বেলাভূমে! পথের সূচনা, সমাপ্তি কোথা, ভেবেছে কবে কেমন করে? বেহায়ার মতো চলে ফিরে তারা, নিষিদ্ধ সব মতের পরে। কে আছো ভাই, প্রিয়জন আর, সমাজের সব প্রাণ, চলো বোন আজ সমাজ সাজায়, লজ্জাই অলংকার। সমূলে বিদায় করিতে নামি, চলো সবে একসাথে, চলিতে ফিরিতে, ভদ্র সমেত, পথে-প্রান্তরে সবে। শোনে রাখো, সাবধান বাণী! পাপাচার ছেড়ে পূণ্য পথে, জীবন চালাও আজি, পাপের দিশারী না হয়ে কভু, পূণ্য পূর্ণে ধরো বাজি, ধন্য করো হে নিজের জীবন, প্রদীপ জ্বালাও অন্তরে, আঁধারে কখন, নামিবে গজব, কবে যে, কোন্ প্রান্তরে। এক হাতে লও গজার লাঠি, তেঁতো ভাষা লও মুখে, যাকেই পাবে, এমন দশায়, সাইজ করো মুখে-হাতে। আর কোন দিন, হাতে হাত, গলাগলি করিয়া জড়াজড়ি! রাস্তার পরে, কান ধরে যাবি, ভীষণ চোটে, সব বোল ভূলি। -------- আরিফ ইবনে শামছ্ ১২/১০/২০১৭ ঈসায়ী সাল। হাতিরঝিল, মধুবাগ, ঢাকা। রাত ০১ টা।  

৬৬। ফুল

ছবি
সব ফুলে পাবে নারে, রুপ-রস-গন্ধ, সব ফুলে হয়না, বাহারী ফল শত। ফুল হয়ে ফুটে রয়, পৃথিবীর বাগানে, অপরুপ রুপে আর মোহনীয় সুবাসে। মাতিয়ে দুনিয়া, ঠাঁই পাব জান্নাতে, ভালবাসি, ভালবাসে সবজনে সুবাসে, শত শত ফুল সম, ভাল কাজ করি, দেশ-দশ, ধরা-তল, ফুলে ফলে ভরি। ঘরে ঘরে ফুল ফোটে, ভরপুর সুবাসে, রুপে রুপে অপরুপ, প্রাপ্তির সকাশে। রং খুঁজে পেয়ে যাবে, বর্ণিল সারথি, জীবনের সব দিক, পূর্ণতায় আরতি। আরিফ ইবনে শামছ্ হাতিরঝিল, মগবাজার, ঢাকা। ০৮/১০/২০১৭ ঈসায়ী সাল। রাত ১০:৩০।

৬৫। প্রতিশোধ

ছবি
উদাস হয়ে, জীবন পথে, চলছে পথের কোন সে পথে? কোন ঠিকানায় মন সাধিছে, কোন পথে আজ চলছে হেঁটে। কিসের আশায় ছুটছে কোথায়, যায় বেলা যায় নিদ নাহি তার, কোন পাথারের সীমার মাঝে, কিসের খোঁজে নীলাচলে, ছুটছে বারংবার! বেজায় নারাজ, তাই প্রতিশোধ, সয়বে কী তা' কেমন করে! তোমার ভয়ে এমনি বেহুশ, ভূল করে যায় ভূলের পরে। তপ্ত দাহ, অঝোর ধারা, ভূমিকম্প, খরা ঝড়ে, দেখবে কতো ভালবাসে সুদিন-কুদিন বার মাসে। পথ খুঁজিতে, পথ হারিয়ে, জীবন চালায় কোন সে পথে? কিসের ঘোরে, কোথায় চলে, লক্ষ্যহারা কিসের শাপে? নিজেই রচে নিজের কবর, জানেনা তা কোন কালে, নিজের ধ্বংস ডেকে আনে, চেঁচিয়ে বেড়ায় মন্দ ভালে। নেই অভিযোগ, কোন অনুযোগ, সব তোমারি প্রতিশোধ, সকল পাপের-শাপের মোচন, আছে যতো তাঁদের বিরোধ। নড়েনাতো পাতা কোন, হুকুম বিনা কভু, মাফ করে দাও, নয় প্রতিশোধ, ওগো দয়াল প্রভু! -------------- আরিফ ইবনে শামছ্ ০৩/১০/২০১৭ ঈসায়ী সাল। মধুবাগ, মগবাজার, রমনা, ঢাকা। ভোর ০৪:২০ মিনিট।

৬৪। পরিশোধ

ছবি
অসীম নেয়ামতে ডুবিছে তনুমন তবু চেয়ে যায় আরো কতো কী! নেই পরিশোধ, শুকরিয়া কভু, চাওয়া পাওয়ার মাঝে হয়েছি বিলীন। সৃষ্টি হতে জান্নাত সহ কতো যে, চাওয়া দীদার তোমার, কী দিব আর কী রাখিব পরিশোধে, এতো কিছু চাওয়া ও পাওয়ার! গেয়ে যায়, যাব দিবা নিশি প্রভু প্রশংসা আর স্তুতি সতত, শেষ হবেনা কভু, জানে সব জনা, লভিতে তোমার রহমত যত। কতো ভালবাস আর কতো ভালবেসে সৃজিলে তোমার বান্দারে, জাহান্নামের অতল দেশে না পুঁড়িয়ে, জান্নাতে ঠাঁই দিও সবারে। হাবীব (সাঃ) তোমার, সাহাবা (রাঃ)তাঁহার যে পথের পথে গেছে চলি, আমরা সবে পদে পদে যনো, সে পথ বেয়ে তোমারে স্মরি। কত শত পথ অজানা রয়েছে, কত যে মরীচিকা পথের পরে, পরতে পরতে জীবনের পথে, কতো যে বাঁধা লুকিয়ে আছে! সব বাঁধা জয়ে, বীর মুজাহিদ, সবাই চলো, সরল পথে, নেই কোন ভয়, সতত বিজয়, আল্লাহ আছেন মোদের সাথে। কীভাবে তোমায় করিব খুশী, ওগো পরোয়ার, রাব্বুল আলামীন! তোমার চাওয়া-পাওয়া মিটিয়ে দিতে, থাকি যেনোগো সতত বিলীন। ---------- আরিফ ইবনে শামছ্ ০৩/১০/২০১৭ ঈসায়ী সাল। মধুবাগ, মগবাজার, রমনা, ঢাকা। ভোর ০৩:৪৫ মিনিট।

৬৩। মনের খিঁড়কি

ছবি
খিঁড়কি মনের খুলবে কি তা,' সাজিয়ে নিতে জীবনটারে, বদ্ধ সকল মনের মাঝে, আঁধার ঠেলে আলো জ্বেলে । থাকবে কতো অলস হয়ে, যায় বেলা যায় এমনি ছুটে, জমছে কতো কাজের ধারা, সময় এলে ধরবে চেঁপে। ভাবছো বসে উদাস চোখে, করবে কি তা' কেমন করে, জোয়ার ভাঁটার খেলা দেখো, মন সাগরের বুকেতে। নেমে পড়ো কাজের জলে, খোঁজে বেড়াও লক্ষ্যকে, শ্রম ও মেধার মিলন মোহে, পাবে তোমার স্বপ্নরে। করব, করছি, আজ ও কাল, এমনি করে যায়রে বেলা, সময় মত যায়না করা, জটিল-সহজ কাজের পালা। সময় ব্যস্ত বেজায় দেখো, নাই যে সময় তার, সব সময়ের কাজ আছে ভাই কাজের সময় যায়। --------- আরিফ ইবনে শামছ্ ২৫/০৯/২০১৭ ঈসায়ী সাল। রাত ০২ টা। মধুবাগ;ঢাকা।

৬২। জাগো রে জাগো!

ছবি
ডাক এসেছে! জাগো! জাগো রে জাগো! ভাই বোনেরা জাগো! অত্যাচারী যায় ছুটে যায়, মাজলুমের তাজা রক্তপান! মৃত্যু দেহে চালায় ছুড়ি, আলাদা করে অঙ্গ সবি! হও ধাবিত , ক্ষিপ্র বেগে, ক্ষ্যাপা সিংহ, তীব্র ছুটে, বঙ্গ শার্দুল, পড় ঝাঁপিয়ে, রক্ত খেকোর সকল স্বাদ, সব মিটিয়ে দে রে আজ। ধরো আর বর্জ্রাঘাতে, আছড়ে মারো। জাগো রে জাগো!! দামাল, কামাল, জামাল ছেলে কোথায় সবে আজি? আয়রে খালিদ (রাঃ), বীর হামজা (রাঃ), ওমর (রাঃ), মুসা, তারিক। রক্ত-ফোরাত, লাল দরিয়া, সাত সাগরের জল, ঝড়ের বেগে চালাও খড়গ, শমশের আর খঞ্জর। অস্ত্র দিয়ে অস্ত্ররাজ, জবাব হবে অস্ত্রেরই, শক্ত হাতে, ভক্ত করো, জব্দ করো, সব তারই। সেবার মহান বাণী, কভু ক্ষমার মধুর বাণী, দূর্বল ভেবে আস্ফালনে, আসবে অশুর-প্রাণী । দিকে দিকে ঐ শোন সব মজলুমের আর্তনাদ, শান্তি সওদা করতে গিয়ে, জীবন দিল সঁপে তার। আর কতোকাল, রয়বে বসে আসবে কবে যুগ নকীব, আর কতো প্রাণ, বেঘোর ঝরে, ওঠবে জেগে প্রাণ প্রদীপ। --------- আরিফ ইবনে শামছ্ ২৫/০৯/২০১৭ ঈসায়ী সাল।

ChatGPT 3.5

পরিচিতি

নাম: আরিফুল ইসলাম ভূঁইয়া লেখালেখি: আরিফ ইবনে শামছ্ পিতা: বিশিষ্ট সমাজ ও সাহিত্যসেবক, কবি ক্বারী আলহাজ্ব শামছুল ইসলাম ভূঁইয়া (রাহঃ)।সহকারি প্রকৌশলী, বাংলাদেশ তার ও টেলিফোন (বি.টি এন্ড টি- বি.টি.সি. এল)। মাতা: মোয়াল্লিমা হালীমা সাদীয়া ভূঁইয়া। ঠিকানা: ফখরে বাঙ্গাল নিবাস, ভূঁইয়া পাড়া, বাড়ী# ১২৩৪, ওয়ার্ড# ১২, গ্রাম: ভাদুঘর, পোষ্ট: ভাদুঘর-৩৪০০। থানা:সদর, জিলা: বি.বাড়ীয়া। পড়াশোনা: নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়, (৬ ষ্ঠ শ্রেনী) সদর, বি.বাড়ীয়া। ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয় (৭ম-১০ম)।হাবলা আদর্শ উচ্চ বিদ্যালয় (রেজিষ্ট্রেশন) হতে ১৯৯৫ ঈসায়ী সালে কৃতিত্বের সাথে ১ম বিভাগে পাশ করেন।প্রাথমিক বিদ্যালয় থেকে বরাবরই ফার্ষ্ট বয় ছিলেন।১৯৯৭ সালে ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন।২০০১ সালে, বি.এস.এস (সন্মান-অর্থনীতি), ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ, ২০০৩ সালে, এম.এস.এস (অর্থনীতি), সরকারি তিতুমীর কলেজ, ঢাকা, বি.এড. বাংলাদেশ টিচার্স ট্রেইনিং কলেজ, ঢাকা (জাতীঃবিঃ), এম.এড (ঢাকা বিশ্ববিদ্যালয়), এম বিএ -এম এই এস (ঢাকা বিশ্ববিদ্যালয়-অধ্যয়নরত) পূর্বপুরুষদের পূর্বকথাঃ বৃহত্তর বিভাগ ময়মনসিংহের অন্তর্গত বেলগাঁও থানার দিলালপুরে বসবাস করতেন পাঁচ ভাই।দুই ভাই দ্বীনের কাজে বা ভ্রমনের উদ্দ্যেশ্যে দিলালপুর থেকে ব্রাহ্মণবাড়ীয়া (ত্রিপুরা) জেলার সদর থানার অন্তর্গত ভাদুঘর গ্রামে আসেন।প্রাকৃতিক পরিবেশের অপূর্ব লীলানিকেতনের মোহে মোহাবিষ্ট হয়ে ভ্রাতাদ্বয় স্থায়ী বসবাসের সিদ্ধান্ত নেন ভাদুঘরে।"বংশ পরম্পরায় দ্বীন ধর্মের প্রচার প্রসার, অলি-আল্লাহদের খেদমত ও ইহসানের সুবাদে ধারণা মজবুতভাবে প্রতিষ্ঠিত হয় যে, ভ্রমণে নয়, দ্বীন ধর্ম প্রচার বা ইসলামের দাওয়াত নিয়েই দুই ভাই এসেছিলেন"। কবিতা সাহিত্য সংস্কৃতির আসর (একটি গতিশীল সাহিত্যভান্ডার)। প্রাক্তন বিভাগীয় সম্পাদক, সাহিত্য সম্পাদক, মাসিক "বলিতে ব্যাকুল" পরবর্তীতে "তিতাস বার্তা"। মোবাইল: ০১৬১০০০৭৯৭০। বয়স: ৩৮ বছর। পেশা: চাকুরী। প্রকাশিত লেখা: দৈনিকভাবে ব্রাহ্মণবাড়ীয়া, দৈনিক প্রজাবন্ধু, মাসিক বলিতে ব্যাকুল, তিতাস বার্তা, হক্ব পয়গাম। মোহাম্মদ নজরুল ইসলাম শেখ সম্পাদিত "ঝরা ফুলের গন্ধ" যৌথ কাব্য গ্রন্থে প্রকাশিত (১) "শ্বাশ্বত আহ্বাণ" এবং (২) "ছন্দ নাবিক"। মোহাম্মদ নজরুল ইসলাম শেখ সম্পাদিত "বিজয়ের উল্লাসে" যৌথ কাব্য গ্রন্থে প্রকাশিত (১) সত্য সন্ধানী (২) বাঙালির স্বাধীনতা (৩) বিজয়ের উল্লাসে (৪) অনুশোচনা (৫) বিদ্রোহী তুমি, বিপ্লবী (৬) আজকের এই বাংলাদেশ (৭) ভাঙ্গা গড়া সংকলন ও সম্পাদনা: তাসকিন আব্দুল্লাহ "বাংলার ১০০ কবি ও কবিতা" যৌথ কাব্য গ্রন্থে প্রকাশিত আগুন জ্বালা অন্তরে | সন্মাননা পত্র প্রাপ্তি : পাক্ষিক সেরা কবি, আধুনিক বাংলা কবিতার আসর (কবিতাঃ কারবালার শিক্ষা),পাক্ষিক সেরা কবি, আধুনিক বাংলা কবিতাপাক্ষিক সেরা কবি, আধুনিক বাংলা কবিতা ছড়া ও গানের আসর (কবিতাঃতোরা থামবি কিনা বল।) সাহিত্য জাগরণ বাংলাদেশ (কবিতাঃহৃদয় কন্দরে। কবিতাঃ কবিতা তোমার।)শখের কবিতা সাহিত্য আড্ডা (কবিতাঃ টেকসই মানবতা।কবিতাঃ বিদ্রোহী তুমি বিপ্লবী।)। বাংলাদেশ কবি সংসদ, (সিলেট বিভাগ)।বাংলাদেশ কবি সংসদ, (চট্রগ্রাম বিভাগ) হতে সাহিত্য অঙ্গনে বিশেষ অবদানকৃত স্বরুপ বিশেসন্মাননা পত্র প্রাপ্তি।বিশেষ সন্মাননাপত্র, এসো কবিতা লিখি (কবিতাঃ জাগাও তুমি জেগে ওঠো!),দিনের (২০-১১-২০১৭) সেরা কবি, বাংলাদেশ কবি পরিষদ (কবিতাঃ বাঙ্গালীর স্বাধীনতা)।আন্তর্জাতিক কবি পরিষদ (আজকের- ০৬-১২-২০১৭- সেরা কবি, কবিতাঃ "জীবন তরী"); ছায়াবীথি (সেরা পোষ্ট- কবিতা ইভেন্টে বিজয়ী- কবিতাঃ "অনাগত সন্তানের আহ্বান"।সমাজ কল্যাণ সাহিত্য পরিষদ কর্তৃক সপ্তাহের (১৪-১২-২০১৭) সেরা বিজয়ী কবি, ১ম স্থান অধিকারী, (কবিতাঃ আসলে পতন, খবরদার !)বাংলা সাহিত্য (কবিতা ও গল্পের রস _১৪-১২-২০১৭_সাপ্তাহিক সেরা ২৫ এ ৫ম স্থান ( কবিতাঃ আসলে পতন, খবরদার !);বাংলা সাহিত্য (কবিতা ও গল্পের রস _২২-১২-২০১৭_সাপ্তাহিক সেরা ২৫ এ ১১ তম স্থান ( কবিতাঃ পরোয়ানা !)প্রজন্ম সাহিত্য সভা (প্রসাস-০৬-০২-২০১৮_সপ্তাহের সেরা ০৫ এ ০৪- কবিতাঃ স্বান্তনা) নকলা উপজেলা সমাজকল্যাণ সাহিত্য পরিষদ, সাপ্তাহিক সম্মাননা ১৬-০২-২০১৮, ( কবিতা: ফাগুনের গান); কাব্য প্রেমীদের প্রচার মাধ্যম_ গল্প কবিতা ও সাহিত্যের আসর_বিশেষ সম্মাননা _২২-০২-২০১৮ (কবিতা: প্রিয় বাংলাভাষা); কাব্য কথার মেলা সাহিত্যাঙ্গন, সাপ্তাহিক সেরা ০৫ (কবিতা: এই পৃথিবীর আর্তনাদ); সাহিত্যজগৎ (সকল সাহিত্য প্রেমিদের ঠিকানা), সাপ্তাহিক সেরা ০৫ (কবিতা: বিপ্লবী );শেরপুর সাহিত্য পরিষদ, সাপ্তাহিক সম্মাননা, ২৩-০৩-২০১৮ (কবিতা: বিপ্লবী) ; সাহিত্য সন্ধ্যা, আজকের (২৭-০৩-২০১৮) সেরা কবি, (কবিতা: বিপ্লবী) বাংলা সাহিত্য কবিতা ও গল্পের রস_৩০-০৩-২০১৮_সাপ্তাহিক সেরা ২৫ এ ৪র্থ স্থান ( কবিতাঃবিপ্লবী )। সাপ্তাহিক সেরা ০৭ কবি ও কবিতায় ১ম স্থান, (কবিতা: বিপ্লবী ); সাহিত্যের জাগরণ, আন্তর্জাতিক সাহিত্য সংগঠন, সাপ্তাহিক সম্মাননা, ০১-০৪-২০১৮ (কবিতা: বিপ্লবী)।

পাথর দিয়ে যুদ্ধ

ইরাক, ইরান, তুরান, কাশ্মীর, কাতার আর সিরিয়া, সৌদি আরব, সুদান, মিশর, পুরো আফ্রোশিয়া। উপমহাদেশ, স্থান, আর দেশ -মহাদেশ, সব সৃষ্টি স্রষ্টার জানি, আমরা বিশ্বের, বিশ্ব মোদের। হানাহানি আর মারামারি করে, মানুষ মানুষেরে, হৃদয় আছে ঠিকই দেহে, নাই যে দরদ অন্তরে। সৃজিত হল কত দল উপদল, কেউ সহেনা কারো, এক হওয়ার মন্ত্র ভুলে, অনৈক্যে খায় হাবুডুবু। নাই সে খেয়াল, দূর করিবার ব্যবধান যতো আছে! আমার আমি, অহমিকা আর অন্ধ সকল জনে। কোরান কিতাব, হাদিস, ইজমা, কিয়াস জেনেছে কতো! সবাই মিলে একই বাঁধনে, নাইকি বাঁধিবার কেহ! কত আরাধনা চলে অবিরাম দিবস যামিনী দেখো, পাশের বাড়ীর অধিবাসী যারা, খেতে পেরেছে কি জানো? ঋণের চাঁপে, লজ্জা শরমে, সহসা মৃত্যু দেয়যে হানা, কানে তুলো আর চোখে ঠুলি বাঁধে সমাজের ধনী যারা। দেশের রাজারা ব্যস্ত সদা, নিজেদের ব্যবসা দেখো, দেশ ধর্ম কোথায় গেল, জাতির ঐক্য এলো কি গেলো! তা'তে কি কার, কিছু আসে যায়, জীবনের দাম নাই! সকাল বিকাল মারছে শিশু, দূর্বল নারীরা ও মারা যায়। কথার কথা, নামে মাত্র সবাই করে বাদ- প্রতিবাদ! মিছিলে মিছিলে যায় হারিয়ে প্রতিশোধের অগ্ন্যোৎপাত। নায়কি সাহস দাঁড়াতে পাশে, মাজলুম যতো বিশ্ব মাঝে, পাথর দিয়ে যুদ্ধ করে জীবন সঁপে,শহিদী পথে।

"মনের কথা সদা আমার কলম দিয়ে ঝরে, খুঁজে মোরে পাবে সবাই যখন মনে পড়ে। " --কবি শামছুল ইসলাম ভূঁইয়া (রঃ)

MY BLOGG